বিশ্বে মহামারী করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ পার হয়েছে। সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ৬ লাখ ৪ হাজার ৮৮০ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ২৪ হাজার ৪২৪ জন মানুষ।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত আক্রান্ত ৩৮ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ১ লাখ ৪২ হাজার ৮৭৭ জন। এরপরেই রয়েছে ব্রাজিল। যেখানে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭৫ হাজার ৩৪৬ জন। তৃতীয় অবস্থানে থাকা এশিয়ার দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৭৭ হাজার ৮৬৪ জন। মারা গেছে ২৬ হাজার ৮২৮ জন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গেল ২৪ ঘন্টায় বিশ্বে রেকর্ড প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন যা একদিনে সর্বোচ্চ।