বেনাপোলের ধান্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোরে রিয়াজুল ভারত থেকে মাদক নিয়ে দেশে ফিরছিলেন। এসময় বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে তার লাশ বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে চলে যায়।
সারোয়ার হোসেন জানান, সকালের দিকে মাঠে কাজ করতে গিয়ে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।
পরে বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান বিজিবি কর্মকর্তা।
Discussion about this post