করোনার দুর্যোগময় সময়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দীর্ঘদিনের পরিত্যক্ত রাউজানের সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন রাউজান থানার সাংসদ জনাব এ বি এম ফজলে করিম চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব ফারাজ করিম চৌধুরী। উক্ত আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে রাউজানের সামাজিক ও মানবিক সংগঠন রাউজান ইসলামী নবজাগরণ সংগঠন।
নবজাগরণ সংগঠনের সভাপতি জনাব হানিফ সাহেবের নেতৃত্বে সংগঠনের একটি বিশেষ প্রতিনিধি দল রাউজান উপজেলা যুবলীগ এর সভাপতি ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জনাব মুহাম্মদ জমির উদ্দিন পারভেজের হাতে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
করোনার শুরু থেকেই ফারাজ করিম চৌধুরী বিপদে পড়া মানুষদের সহায়তায় এগিয়ে এসেছেন। করোনায় কর্মহীন মানুষদের ত্রাণ বিতরণ, রোজাদার সাধারণ মানুষ ও চিকিৎসার কাজে নিয়োজিত ডাক্তারদের মাঝে ইফতার ও সাহরি সরবরাহ, করোনায় মৃতদের দাফন কাফন, আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থাসহ নানা কাজে সবার আগে দেখা গেছে এ মানবদরদীকে। ইতিমধ্যে এমপির পক্ষ থেকে ১০০ টি অক্সিজেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে হস্তান্তর করেন। তার এসব কাজকে সহায়তাপূর্বক স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন নবজাগরণ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
সম্প্রতি সারাদেশে অক্সিজেন সংকট তৈরি হলে রাউজানকে এ সংকট থেকে মুক্তি দিতে দীর্ঘদিনের পরিত্যক্ত রাউজানের সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে আইসোলেশন সেন্টার করার মহৎ ও যুগান্তরকারী উদ্যোগ গ্রহণ করেন জনাব ফারাজ করিম চৌধুরী। ইতোমধ্যে তিনি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেছেন বলে জানা গেছে।
নবজাগরণ সংগঠনের অর্থ প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন আইসোলেশন সেন্টারের প্রধান ডা. ফজলে করিম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুহাম্মদ কেফায়েত উল্লাহ পি পি এম, রাউজান ইসলামী নব জাগরণ সংগঠনের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আবু দরদা মাসুম, মাওলানা আবদুল আওয়াল মাসুদ চৌধুরী, প্রচার সম্পাদক মুহাম্মাদ সাহাবুদ্দীন, সেন্ট্রাল বয়েস রাউজান এর কর্মকর্তা ও বিভিন্ন দ্বায়িত্বশীল।
Discussion about this post