বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা ও সাবেক ডেপুটি গভর্নর মো. আল্লাহ মালিক কাজেমী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
শুক্রবার বিকেল ৫টার কিছু সময় পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আল্লাহ্ মালিক কাজেমীর মৃত্যুর বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক জী.এম. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, হার্টের সমস্যা নিয়ে আল্লাহ্ মালিক কাজেমী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের সহকর্মীরা জানান, আল্লাহ্ মালিক কাজেমী ছিলেন কিংবদন্তী কেন্দ্রীয় ব্যাংকার। তিনি ১৯৭৬ সালে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ডেপুটি গভর্নর পর্যন্ত নিয়োগ পান।
চাকরি থেকে অবসরের পরও কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন পদে রেখে আমৃত তাকে সমৃক্ত রাখা হয়। মুদ্রানীতি প্রণয়ন, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাসহ কেন্দ্রীয় ব্যাংকিংয়ের বিভিন্ন বিষয়ে তার জ্ঞান ছিল অপরিসিম। তিনি ছিলেন ব্যাংক খাতের শিক্ষত তুল্য। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংকসহ পুরো ব্যাংক খাতে শোকের ছায়া নেমে এসেছে।
Discussion about this post