চট্টগ্রাম বাঁশখালীবাসীতে প্রথমবারের মতো বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্যোগ নিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসী এস এম করিম উদ্দিন।
এস এম করিম উদ্দিন’র পৃষ্ঠপোষকতায় ও বাঁশখালীর দুটি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবা সরবরাহ করা হবে।
বাঁশখালীর মধ্যে করোনা কিংবা শ্বাসকষ্টজনিত রোগে অক্সিজেন দরকার হলে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে। এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল লিমিটেড, গুনাগরি (০১৮১৯ ৫৭ ৪৫ ৩৫) ও বাঁশখালী ন্যাশনাল হাসপাতাল (প্রাঃ) লিমিটেড, চাম্বল (০১৮১৯ ৬২ ৪৬ ২৬) প্রাথমিকভাবে দুই হাসপাতালে ১০ টা করে মোট ২০ টা অক্সিজেন সিলিন্ডার এই সেবা কার্যক্রমে নিয়োজিত থাকবে।
বিনামূল্যে অক্সিজেন সেবা কর্মসূচির উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক এস এম করিম উদ্দিন আমিরাত সংবাদকে জানান ‘এই দুর্যোগ ও দুঃসময়ে বাঁশখালীর মানুষের দুর্দশা লাঘবে সাধ্যানুযায়ী সম্পৃক্ত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমার বিশ্বাস যে যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসলে অনেক মানুষ এই কঠিন বিপদে স্বস্তি পাবে। আল্লাহর সন্তুষ্টি ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
এস এম করিম উদ্দিন বাড়ি চট্টগ্রামের বাঁশখালী কালীপুর ইউনিয়নের পালেগ্রাম।
Discussion about this post