দুবাই কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, বিদেশি পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে দুবাই খুলে দেওয়া হবে। এছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা আগামীকাল অর্থাৎ ২২ জুন থেকে দুবাইয়ে যেতে পারবেন।
দুবাই গণমাধ্যম বিভাগ রোববার বলেছে, দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।
স্থানীয় নাগরিক ও বাসিন্দারা আগামী ২৩ জুন মঙ্গলবার থেকে বিদেশে ভ্রমণের অনুমতি পাবেন বলেও জানিয়েছে দুবাই গণমাধ্যম কার্যালয়। নাগরিক, বাসিন্দা ও পর্যটকদের জন্য দুবাই বিমানবন্দরগুলোতে বা বাইরে যাতায়াতকারীদের জন্য নতুন প্রোটোকল এবং শর্ত ঘোষণার পর এই ঘোষণা আসলো।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্তগুলো ঘোষণা করেছে দুবাই কর্তৃপক্ষ। খালিজ টাইমসের প্রতিবেদন।
Discussion about this post