নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সীমান্তের ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
সুভাস রায় উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।
১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এছাড়া আরো কেউ আহত আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।