ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি ঠেকাতে এলাকাভিক্তিক লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের ডাক্তার পাড়া ও শান্তি কোম্পানি এলাকায় প্রবেশের মুখে স্থানীয় স্বেচ্ছাসেবীরা অবস্থান নিয়ে সব যাতাযাত বন্ধ করে দেয়। এতে এলাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধ হয়ে যায়। এদিকে ফেনী শহরের বাজারগুলো সপ্তাহে দুই দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে বেশ কয়েকটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে। এরমধ্যে রয়েছে শহরের রামপুর এলাকা, ডাক্তার পাড়া, শান্তি কোম্পানি, ছাগলনাইয়া ও দাগনভূঞা পৌর এলাকা। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন শুরু করা হবে, যা চলবে ১৪ দিন।
পৌর সভার মেয়র আলা উদ্দিন জানান, ফেনী শহরের দোকানপাট ও কাঁচাবাজার সপ্তাহের সোম ও বৃহস্পতিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। সভায় ফেনী শহরের সব দোকানপাট সোম ও বৃহস্পতিবার খোলা রাখার সিদ্ধান্ত হয়। কাঁচাবাজার প্রতিদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এ ঘোষণার বাইরে থাকবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
Discussion about this post