করোনা সংক্রমনের কারণে বাংলাদেশ ছাড়লেন ১১০ আফগান শিক্ষার্থী। তারা চট্টগ্রামস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ অধ্যয়নরত ছিলেন।
আজ (৬ জুন) সকাল ১০টা ১৩ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, ১২৪ জন যাত্রী এবং ৮ জন ক্রু নিয়ে সকাল ১০টা ১৩ মিনিটে কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট চট্টগ্রাম থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে উড়াল দেয়। ওই বিমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর শিক্ষার্থীরা ছিলেন।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, ইতোপূর্বে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ অধ্যয়নরত মালয়েশিয়া, ভুটান, নেপালের শিক্ষার্থীদেরকেও তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে
Discussion about this post