ভার্চুয়াল কোর্টে জামিন হলো, কারাগার থেকে বেরও হলেন, তবে বাড়িতে ফেরা হলো না। ঘাতট ট্রাক পিষে মারলো জামিনপ্রাপ্ত আসামি ময়না মিয়াকে। নিহতের বাড়ি আজমিরীগঞ্জ থানার নোয়াগড় গ্রামে।
একটি সংঘর্ষের ঘটনায় ময়না মিয়াকে জেলে পাঠায় পুলিশ। সোমবার ময়না মিয়াসহ তার সহযোগী আরো দু’জনের জামিন হয়। রাত ১০টার দিকে তারা হবিগঞ্জ কারাগার থেকে বের হন। রাস্তায় উঠার সাথে সাথে একটি ট্রাক চাপা দেয় তিন আসামিকেই। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ময়না মিয়ার।
গুরুতর আহত মুছন মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যালে ও আরব আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post