সোমবার থেকে ফেনী সদর উপজেলার ওষুধের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার ছাড়া সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা।
তিনি আরও জানান, এসময় জরুরি সেবাসমূহ ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এদিকে ফেনী সদরের সর্বত্র সকল প্রতিষ্ঠান ও যানচলাচল বন্ধ রাখার জন্য মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা করা হয়।
ফেনীতে একদিনে হঠাৎ করে ৩১ জনের করোনা শনাক্ত হওয়ায় ও দুই জনের করোনায় মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
Discussion about this post