মীর মাহফুজ আনাম: প্রতিবেশি ভাতিজা সম্পর্কীয় হাসান চৌধুরীর সাথে গেল মাসে একি ফ্লাইটে দেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার। দেড় বছর পর দেশে ফেরার অনেকটা প্রস্তুতি নিয়েও লকডাউনে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়াতে দেশে ফেরা হলো না। দেশে ফেরার বদলে একেবারে না ফেরার দেশে পাড়ি জমালেন ফটিকছড়ির হতভাগা এক প্রবাসী নুরুল ইসলাম প্রকাশ মন্টু (৬১)। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে
করোনাক্রান্ত হয়ে গতকাল বুধবার ১৩-০৫-২০২০ ইং তিনি মারা যান। আমিরাতে বসবাসরত তার শ্যালক সুমন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আল আইনের স্থানীয় হাসফাতালের আইসিইওতে ১৫ দিন ছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় হাসফাতালে তার মৃত্যু হয়।
মন্টু ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ডের হাঁচির বাড়ির মৃত তোফায়েল আহমদের প্রথম পুত্র। তিন মেয়ে এক ছেলে সন্তানের জনক। ছেলেটি অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।
আল আইন বাংলাদেশী কমিউনিটি নেতা হাসান চৌধুরী বলেন,’ সদা হাস্যোজ্জ্বল মানুষটি এখানের কমিউনিটির খুব সুপরিচিত এবং পরোপকারী ছিলেন। সবার কাছে মন্টু দা নামে পরিচিত। যে কোন প্রবাসীর বিপদে ঝাপিয়ে পড়তেন। মানুষটির এভাবে চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। দেশে স্ত্রী সন্তানদের কাছে যাবে বলে ব্যাকুল হয়ে থাকা মানু্ষটি পরপারে চলে গেলেন চীরতরে।’
Discussion about this post