ইতালি আক্ষরিক অর্থেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। চীনে তাণ্ডব চালানোর পর মহামারী করোনা ইতালিকে রীতিমতো হতবিহ্বল করে দিয়েছিল। সে ভয়ঙ্কর পরিস্থিতি এখন অনেকটা কমে এসেছে। আর এ কারণেই শর্ত সাপেক্ষে খুলে দেয়া হয়েছে কিছু কর্মক্ষেত্র।
তবে অধিকাংশ দোকানপাট ১৮ মে পর্যন্ত বন্ধ থাকছে। আর স্কুল-কলেজ, সিনেমা হল এবং থিয়েটারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে। নিষিদ্ধই থাকছে বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া, একত্র হওয়া।
ইতালির পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, তারা ধারণা করছেন, তাদের দেশের আরও প্রায় ১১ হাজার ৬০০ মানুষের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে যাদের টেস্ট করা যায়নি। অথবা তাদের চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, এখন পর্যন্ত (মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা) দেশটিতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৯ জন মানুষের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।

























