সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যবসায়ী দিদারুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ৩ মে ভোর ৪ টা ২০ মিনিটে আরব আমিরাতের রাস-আল-খাইমার আল নাখিল সেইফ হাসফাতালে এই প্রবাসী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত দিদারুল ইসলাম বাবুল চট্রগ্রামের চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ডের বুধপাড়া এলাকার হাজী রমিজ আহমেদের পুত্র এবং রাস-আল-খাইমা বাংলাদেশ প্রাইভেট স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি ও আরব আমিরাতের বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান আক্তার সুপার মার্কেটের স্বত্বাধিকারী আক্তার হোসেন সি আই পির ছোট ভাই।
তার কর্মস্থান ছিল রাস-আল-খাইমায়। বছর খানেক পূর্বে বড় ভাই আক্তারের ব্যবসা বাণিজ্যে সহায়তা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন বাবুল। দিদারুল ইসলাম বাবুলের দুই পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান রয়েছে। বাবুলের স্ত্রী ছেলে মেয়েরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে।
গতকাল সকাল ৮ টায় নামাজে জানাজা শেষে বাবুলের লাশ রাস আল খাইমা কবরস্থানে দাফন করা হয়েছে ।
























