আজ রবিবার (২৬ এপ্রিল) দুবাই নায়েফ পুলিশ স্টেশন থেকে সন্ধ্যা ৭ টায় আনুষ্ঠানিক লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ৩১ মার্চ আমিরাতের সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা দুবাই নায়েফকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
রমজান মাস উপলক্ষে পুরো আমিরাতের লকডাউন শিথিল করা হয়েছে। এখন থেকে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে
কার্যক্রম চলবে। যার ফলে এই সময়ে বিধিনিষেধ জারি থাকবে। ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্বাভাবিক চলাফেরা করা যাবে। কিছু নিয়ম মেনে। তারমধ্যে, বাইরে মাস্ক পরিধান না করলে ১ হাজার জরিমা নির্ধারণ করা হয়েছে। বেশ কিছু রোডে বাস চালু হয়েছে। দুবাই মেট্রাে সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চালু থাকবে।
সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত ১ মিলিয়নের অধিক করোনা টেস্ট করা হয়েছে। সর্বমোট আক্রান্ত হয়েছেন ১০,৩৪৯ জন, মৃত্যুবরণ করেছেন ৭৬ জন ও সুস্থ হয়ে উঠেছেন ১৯৭৮ জন।
Discussion about this post