ভারতীয় টিভি সিরিজের অন্যতম প্রবণতা হলো— প্রধান চরিত্রের একাধিক বিয়ে। এমন প্রশ্ন উঠেছে ঐতিহাসিক কাহিনি আশ্রিত ‘নেতাজি’ সিরিয়াল নিয়েও। অবশ্য প্রশ্নটি দর্শকের।১৪ জানুয়ারি থেকে স্থানীয় সময় রাত সাড়ে ৮টার স্লটে জি বাংলায় শুরু হতে চলেছে নতুন এ ধারাবাহিক। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন অবলম্বনে লেখা হয়েছে এর গল্প।
এবেলা ডট ইন জানায়, একদিকে দর্শক যেমন এমন প্রয়াস নিয়ে উচ্ছ্বসিত, তখন অন্যদিকে আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তার মধ্যে চারটি হলো—
‘নেতাজি’র ভূমিকায় কোনো নতুন অভিনেতাকে নেওয়া হলে বেশি ভালো হতো। যেহেতু একই স্লটে ‘সীমারেখা’ ধারাবাহিকে অভিষেক বসুকে দর্শক দেখেছেন, তাই তাকেই আবার ‘নেতাজি’ রূপে দেখাটা অনেকেরই পছন্দ নয়।
সিরিয়ালে দুই-তিনটি বিয়ে দেখানোটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেই নিয়ে অনেকেই মজা করেছেন, এই ধারাবাহিকে আবার নেতাজির দুই-তিনটি বিয়ে না দেখানো হয়। তবে ইতিহাস-আশ্রিত ধারাবাহিকে এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বললে চলে।
ভারতীয় সিরিয়াল মানেই শাশুড়ি-বউ ঝগড়া। ‘নেতাজি’তে যেন শাশুড়ি-বউয়ের টানাপোড়েন না থাকে, এমনটাই আবেদন দর্শকের।
মৌসুমের সঙ্গে তাল মিলিয়ে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা কিছুই বাদ পড়ে না সিরিয়াল থেকে। এই ধারাবাহিকে যেন এমন কিছু না দেখানো হয়।
এখন দেখার বিষয় দর্শকদের আবেদনে কতটা সাড়া দেন নির্মাতা পক্ষ।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post