বলিউডে একের পর এক তারকারা বিয়ে করছেন। তালিকাটা নেহায়েৎ ছোট নয়। শুরু হয়েছিল সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে দিয়ে। এরপর নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া, কপিল শর্মা-গিন্নি শর্মাসহ একাধিক বলিউড তারকা বিয়ে করেছেন।
এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরেক বলিউড তারকা ফারহান আখতার। পাত্রী মডেল অভিনেত্রী শিবানী দান্ডেকর। তবে দু’জনের কেউই এই খবরের সত্যতা স্বীকার করেননি।বলিউডে এখন জোর গুঞ্জন, এই জুটির দীর্ঘদিনের প্রেম এবার বিয়ের রূপ নিতে চলেছে। চলতি বছরের মার্চ কিংবা এপ্রিল মাসে চারহাত এক হতে চলেছে।
প্রথমবার রণবীর–দীপিকার বিয়ের রিসেপশনে শিবানী এবং ফারহানকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবিতে বেশ কয়েকবার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাতেই অনেকে দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন। যদিও সম্পর্ক বা বিয়ে এই নিয়ে এখনও পর্যন্ত দুই তারকা বা তাদের পরিবারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
এর আগে ২০১৬ সালে অধুনা আখতারের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনের ইতি টানেন ফারহান। যদিও দু’জনের মধ্যে সম্পর্কে কোনও তিক্ততা নেই। বর্তমানেও তারা ভাল বন্ধু৷ দু’জনের দুই সন্তান শাক্য এবং আকিরা।
অধুনার সঙ্গে বিচ্ছেদের পর কখনও অদিতি রাও হায়দিরির সঙ্গে, কখনও আবার শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাম জড়িয়েছিল ফারহানের। তবে ফারহান ভক্তরা মনে করছেন, শ্রদ্ধা বা অদিতি নয়, শিবানীই হতে চলেছেন ফারহানের নয়া জীবনসঙ্গী।জানা যায়, শিবানী ও ফারহানের সম্পর্ক বেশ গভীর। আর নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা খুব সিরিয়াস। এদিকে শোনা গেছে, ফারহানের দুই কন্যা সাক্ষ্য ও আকিরা নাকি শিবানীকে খুব পছন্দ করে।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post