টাঙ্গাইলের সখীপুরে করোনা সন্দেহে জঙ্গলের ভেতরে রাস্তার ধারে এক নারীকে ফেলে রেখে পালিয়ে গেছে তার স্বামী-সন্তান ও স্বজনরা। সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের জঙ্গল থেকে ওই নারীকে উদ্ধার করে এলাকাবাসী।
গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, মহিলাদের চেঁচামেচির শব্দ শুনে ওই এলাকার কয়েজন মানুষ জঙ্গলের ভেতরে এগিয়ে যায়। অপরিচিত মহিলা দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মিলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জানতে পারি। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়িতে। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করে। ওই মহিলার করোনা সন্দেহে তার স্বামী-সন্তান আর স্বজনরা বাড়ি নেয়ার আশ্বাসে তাকে জঙ্গলে ফেলে রেখে যায়।
নয়াদিগন্ত
























