পরিস্থিতি স্বাভাবিক করতে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। কাজ করতে না চাওয়ায় আটক করা হয়েছে চিকিৎসকদের। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী না পাওয়ার অভিযোগ এনে বিক্ষোভ করেছেন পাকিস্তানের শত শত চিকিৎসক। বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় অর্ধশতাধিক চিকিৎসককে আটক করা হয়েছে।
সোমবার দেশটির বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় চিকিৎসকদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলুচিস্তান পুলিশ বলছে ৫৩ জনকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানে এখন পর্যন্ত তিন হাজার ৭৬৬ জন করেনায় আক্রান্ত হয়েছে। সোমবার আরও পাঁচজনের মৃত্যু হয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
Discussion about this post