মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের নানা প্রান্তে আটকে যাওয়া আরাব আমিরাতের নাগরিকদের ফিরিয়ে আনতে বিনামূল্যে ফ্লাইট চালনা করার ঘোষণা করেছে আরব আমিরাত সরকার।
সংযুক্ত আরব আমিরাত এয়ারলাইন্স গ্রুপের সভাপতি ও প্রধান নির্বাহী শেখ আহমেদ শুক্রবার বিনামূল্যে ফ্লাইট সম্পর্কে টুইটারে বলেছেন – কোভিড -১৯ ছড়িয়ে পড়ার রোধ করার কারণে ফ্লাইট স্থগিত করেছিল যার ফলে বিভিন্ন দেশে থাকা নাগরিকরা দেশে ফিরতে পারেনি । তাই আগামী সপ্তাহ থেকে বিনামূল্যে বিশেষ বিমান ফ্লাইট ঘোষণা করেছে।
পরের সপ্তাহে দুবাই থেকে সীমিত যাত্রীবাহী সেবা শুরু হওয়ার সাথে সাথে আমিরাত ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বাড়িতে বিনা খরচে এনে দেবে ।
বিভিন্ন দেশে আটকে থাকা সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা সহায়তার জন্য তাদের নিকটতম সংযুক্ত আরব আমিরাত দূতাবাসে যোগাযোগ করতে পারবে । সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বিভিন্ন দেশে থেকে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে আরব আমিরাত সরকার।
Discussion about this post