সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে ”ওয়ার্ল্ড এক্সপো ২০২০ দুবাই” স্থগিতের জন্য অনুরোধ করেছে, শনিবার এক বিবৃতিতে ব্যুরো ইন্টারন্যাশনাল ডেস এক্সপোজিশনস (বিআইই) বিষয়টি জানিয়েছে ।
বিবৃতিতে বিআইই বলেছে, অংশগ্রহণকারী দেশ এবং মূল অংশীদারদের সাথে পরামর্শের পরে সংযুক্ত আরব আমিরাত ১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এক্সপো ২০২০ দুবাইয়ের নতুন তারিখ হিসাবে প্রস্তাব দিয়েছে।
বিআইই’র কার্যনির্বাহী কমিটি স্থগিতাদেশের বিষয়ে আলোচনা করতে ২১ এপ্রিল কার্যত সভা করবে। বৈঠকে ১২ জন নির্বাচিত সদস্য রাষ্ট্রের পাশাপাশি বিআইই’র সেক্রেটারি জেনারেল, দিমিত্রি এস কেরকেন্টজদের অংশগ্রহণ অংশ গ্রহন করবে।
উল্লেখ্য, তারিখ পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে বিআইই সদস্য দেশগুলির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে।
Discussion about this post