মঙ্গলবার সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজায়’র শাসক শেখ ডাঃ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি চার মাসের জন্য শারজায় ১০ শতাংশ বিদ্যুত বিল ছাড় দেয়ার ঘোষণা দিয়েছেন।
একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্যে শেখ সুলতান বলেছিলেন যে দেশ কোভিড -১৯ করোনাভাইরাস মোকাবেলা করার সময় বাসিন্দাদের আর্থিক চাপ হ্রাস করার জন্য শারজায় সরকারের গৃহিত পদক্ষেপের অন্যতম এটি।
শেখ সুলতান বলেন, এই প্রকল্পে শারজা সরকার ২৩০ মিলিয়ন দিরহাম ব্যয় করবে। তিনি জনসাধারণকে যথাসম্ভব বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।
দুবাই সরকার ইতোমধ্যে দুবাই বিদ্যুৎ বিলে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।
সূত্রঃ খালিজ টাইমস
Discussion about this post