শারজাহ হারাজ ও যুবিল বাজারে সকল ভাড়াটিয়াদের জন্য তিন মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। শারজাহ সম্পদ ব্যবস্থাপনা, শারজাহ সরকারের বিনিয়োগ ব্যবস্থার একটি শাখা এই ঘোষণা করেছে।
শারজাহের খবরে বলা হয়েছে, এই বাজারের সমস্ত দোকানে তিন মাসের জন্য ভাড়া দিতে হবে না।
এর আগে, আল ফুতাইম গ্রুপ তাদের মলে ভাড়াটিয়াদের জন্য একই রকম ঘোষণা করেছিল।
Discussion about this post