হজ্ব নিবন্ধনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হচ্ছে। এরআগে ১৫ মার্চের মধ্যে হজ্ব নিবন্ধনের সময়সীমা বেঁধে দিয়েছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে চূড়ান্ত নিবন্ধন কার্যক্রমে প্রভাব পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৭৯৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯৬১ নিবন্ধন করেছেন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন পবিত্র হজে যাবেন। সে হিসাবে নিবন্ধনের সংখ্যা আশানুরূপ নয়। এ কারণে ২৫ মার্চ পর্যন্ত হজ্ব নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে। এ বিষয়ে শিগগিরই আদেশ জারি করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়।
এর আগে রোববার ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ সংবাদ সম্মেলন করে বলেছিলেন, যারা এবার হজে যেতে আগ্রহী, তাদের নভেল করোনাভাইরাসের কারণে দ্বিধায় না থেকে নিবন্ধন করে ফেলতে। নির্ভয়ে ব্যাংকে টাকা পরিশোধ করে ১৫ মার্চের মধ্যে নিবন্ধন সম্পন্ন করুন। করোনাভাইরাসের কারণে সতর্কতামূলকভাবে ওমরা ভিসা ইস্যু সাময়িক বন্ধ রেখেছে সৌদি আরব। এই নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে। তখন হয়তো হজে যাওয়া সম্ভব না-ও হতে পারে। কারণ হজে যাওয়ার বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে কমপক্ষে ২ মাস।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত দিনক্ষণেই ৯ জিলহজ্ব মক্কায় পবিত্র হজ্ব পালিত হবে। এক্ষেত্রে দিনক্ষণ বা সময়ের পরিবর্তন হবে না। যথাসময়ে নিবন্ধন না করলে কেউ কেউ চলতি বছর হজ পালন না-ও করতে পারেন।
তিনি জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা অন্য কোনো কারণে যদি কোনো আগ্রহী ব্যক্তি এ বছর হজ্বে যেতে না পারেন, তাহলে দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকের টাকা ফেরত দেয়া হবে।
Discussion about this post