হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, সম্প্রতি ” হিজাব পড়া কোনো ধর্মীয় অনুশাসন অথবা ধর্মীয় বিষয় নয়, বরং অপসংস্কৃতি ” বলে মন্তব্য করে চরম ধৃষ্টতা দেখিয়েছে মেনন। অনতিবিলম্বে মেননকে শরিয়তের অন্যতম বিধান পর্দা সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে।
গতকাল বুধবার (১১ মার্চ) নোয়াখালীর জামিয়া ওসমানীয়া চাটখিল ও জামিয়া হোসাইনিয়া মিরওয়ারিশপুর মাদরাসার দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের পৃথক খতমে বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আল্লামা বাবুনগরী বলেন, হিজাব (পর্দা) ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। একজন নারীর ইজ্জত আবরু রক্ষায় পর্দার বিকল্প নেই। একজন নারী শরয়ি পর্দা মতো চললে সমাজে ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদির ন্যায় অপরাধ ও অনৈকিতা থাকবে না। সমাজ হবে শান্ত ও সুশৃঙ্খল।
পর্দাহীনতার কারণেই আজ নারী নির্যাতন চরম আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, শিশু থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধাও আজ নির্যাতনের শিকার হচ্ছে। শুধু নির্যাতন নয়; নির্যাতনের পর নির্মমভাবে হত্যাও করা হচ্ছে। এর মূল কারণ হলো- বেপর্দা, নির্লজ্জতা ও বেহায়াপনা।
আল্লামা বাবুনগরী আরো বলেন, সূচনালগ্ন থেকেই ইসলাম বিরোধী অপশক্তিরা ইসলামের আলোকোজ্জ্বল বাতিকে চিরতরে নিভিয়ে দিতে চতুরমুখী ষড়যন্ত্র করে আসছে। হক্ব-বাতিলের দ্বন্দ্ব আজ নতুন নয়। বাতিল যতই শক্তিশালী হোকনা কেন হক্বের প্রকৃত শক্তির সামনে তা নিতান্তই দূর্বল। নবী-রাসুলগণ থেকে শুরু করে যুগে যুগে দ্বীনের ঝান্ডাধারী হক্কানি ওলামায়ে কেরাম বাতিলের মোকাবিলায় লড়াই ও আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। বর্তমানে ইসলাম ও মুসলমানদের এই নাজুক পরিস্থিতিতে হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে সকল তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে জানবাজি রেখে ইসলাম বিরোধী সকল অপশক্তির ব্যাপারে সদা সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বর্তমানে কাফের কাদিয়ানি ফিতনা,হেযবুত তওহীদ ফিতনাসহ নাস্তিক-মুরতাদরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই দেশীয়, আন্তর্জাতিক সকল ইসলাম বিরোধী অপশক্তির ব্যাপারে আমাদেরকে সদা সোচ্চার থাকতে হবে। এ সময় তিনি ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
বোখারী শরীফের দরস শেষে তিনি দেশ ও জাতীর কল্যাণ কামনা করে এবং করোনাভাইরাস থেকে বাংলাদেশকে হেফাজতের জন্য মহান প্রভুর দরবারে বিশেষভাবে দুআ করেন।
Discussion about this post