করোনাভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিশ্বের প্রত্যেকটি দেশ। তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। গত এক সপ্তাহে আক্রান্তের হারে উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার তালিকায় এবার যোগ হয়েছে লাল সবুজের বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত নভেল করোনায় আক্রন্ত হয়ে সমগ্র বিশ্ব জুড়ে মারা গছে ৩ হাজার ৮২৫ জন মানুষ। এর মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যেই ২৫৫ জনের প্রাণহানি ঘটেছে।
চীনের পর সবচেয়ে দ্রূত এ ভাইরাসটি বিস্তার ঘটিয়েছে ইতালিতে। সেখানে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৬ জনে।
অন্যদিকে, শত প্রচেষ্টার পরও মধ্যপ্রাচ্যের দেশ ইরানে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাস। দেশটিতে নতুন করে ৩৭ জনের মৃত্যু হয়েছে। ইরানে এ নিয়ে এখন পর্যন্ত ১৯৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় হাজারের বেশি।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।
Discussion about this post