দেশে কোভিড -১৯ করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আল আইন-এর সমস্ত পাবলিক পার্ক অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার আল আইন সিটি মিউনিসিপ্যালিটি টুইটারে ঘোষণা করেছে যে, তারা অধিবাসীদের স্বাস্থ্য রক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে আল আইন শহরের সমস্ত পার্ক বন্ধ করার নির্দেশ দিয়েছে।
পাবলিক এরিয়াগুলি সুরক্ষিত রাখার জন্য এটি আরব আমিরাতের নতুন প্রদক্ষেপ।যাতে করে ভাইরাসে মানুষের সংস্পর্শকে সীমাবদ্ধ রাখা যায়।
যেহেতু করোনাভাইরাস সংক্রামিত লোকদের দ্বারা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তাই আমিরাত কর্তৃপক্ষ সেলুন, জিম, সুইমিং পুল, শীশ ক্যাফে এ সমস্ত জায়গায় সজাগ থাকার জন্য লোকদের আহ্বান জানিয়েছে।
লোকেদের হাত দিয়ে মুসাফা বা অভিবাদন না করার, ঘন ঘন হাত ধুয়ে ও স্যানিটাইজ করার এবং সামাজিক জনসমাগমের জায়গায় দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
Discussion about this post