বিশ্বমানের ব্র্যান্ডের মোড়কে আপনি যে শ্যাম্পু ব্যবহার করছেন, তা পুরান ঢাকার ভেজাল ভার্সন নয় তো! অবাক হবেন না! হতে পারে সেটিও ব্র্যান্ডে মোড়ানো লবণ, কেমিক্যালে তৈরি ভেজাল শ্যাম্পু। পুরান ঢাকায় অসাধু চক্র গোপনে নামি ব্র্যান্ডের আসল মোড়ক ব্যবহার করেই বানাচ্ছে চকচকে নকল শ্যাম্পু; যা দেখে চেনা একেবারেই দায়।
নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানের দ্বিতীয় পর্বে দেখা গেছে এমন চিত্র। চুল সিল্কি আর সুরক্ষায় ভোক্তাদের আস্থার প্রতীক বিভিন্ন মার্কেটে দেখা মেলে নামিদামি নানা ধরনের শ্যাম্পু। কিন্তু বিশ্বমানের মোড়কের ভিতর আছে কি সেই আস্থা! ভোক্তাদের একজন জানান, দোকানের ওপর আস্থা রেখেই তারা কেনেন বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু। কেনার পর ব্যবহার করে দেখেন যে ত্বকে বিভিন্ন সমস্যা হচ্ছে। অথচ কেনার সময় আসল-নকল চেনার কোনো উপায় থাকে না। অনুসন্ধানে দেখা যায়, পুরান ঢাকার বংশালে বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি পেরিয়ে মালিটোলায় দেখা যায় পাঁচ তলা এক বাড়ির চিলেকোঠা; যেখানে বাইর থেকে দেখতে আবাসিক কক্ষ মনে হলেও ভিতরে চলে এক এলাহি কান্ড।
বড় প্লাস্টিকের ড্রামের ভিতর বিভিন্ন কেমিক্যাল দিয়ে ঘোল করে শ্যাম্পুর মতো বানিয়ে বোতলজাত করা হয়। ব্র্যান্ডের লেভেল লাগিয়ে তৈরি করা হয় বিশ্বমানের শ্যাম্পু! আসল নয়। পুরোটাই নকল। ডাব, প্যানটিন ও হেড অ্যান্ড শোল্ডার- বিশ্বমানের এসব শ্যাম্পু আপনি যে বিশ্বাস নিয়ে ব্যবহার করছেন, আসলে সেটি তৈরি হচ্ছে নোংরা, স্যাঁতসেঁতে, অস্বাস্থ্যকর পরিবেশে নানা ক্ষতিকর কেমিক্যালে। প্যানটিন, সানসিল্ক, ডাবসহ আন্তর্জাতিক সব ব্র্যান্ডের শত শত খালি বোতল ড্রামে ধুয়ে চকচকে করছেন এখানকার কর্মচারীরা। অবশ্য তার কিছু সময় আগে কেমিক্যালের সঙ্গে লবণ মিশিয়ে তৈরি করা হয়েছে শ্যাম্পু। এরপর সেই নামি মোড়কে ভরা হচ্ছে ভোক্তাদের আস্থার প্রতীক শ্যাম্পু।
শ্যাম্পুর নকল ওই কারখানায় কথা হয় আবদুল্লাহ নামে এক কর্মচারীর সঙ্গে। তিনি বলেন, মহাজন কেমিক্যাল এনে দিলে সেই কেমিক্যাল পানির সঙ্গে মিশিয়ে হাত দিয়ে গুলিয়ে বোতলে ভরা হয়। আর বোতলগুলো মহাজনই কিনে আনেন বিভিন্ন স্থান থেকে। নকল শ্যাম্পুর বোতলগুলোকে আরও বিশ্বস্ত করতে সিল ও পি অ্যান্ড জি লেভেল লাগানো হয়। চর্ম বিশেষজ্ঞ ডা. ওয়াহিদা খান চৌধুরী বলেন, ‘কসমেটিক্স এমনিতেই অত্যন্ত ক্ষতিকারক আমাদের ত্বকের জন্য। আর যদি তা হয় নকল কিংবা বাজে উপাদানের প্রডাক্ট, তাহলে বুঝতে হবে তার অবস্থাটা কী! কেন ময়দা দিয়ে বানানো শ্যাম্পু আমি ব্যবহার করব? নকল শ্যাম্পুর কেমিক্যালগুলো ত্বকের স্বাভাবিক গ্রোথকে নষ্ট করে দেয়।’ প্রসাধনী ব্যবহারে ভোক্তাদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান এই চিকিৎসক।


























