দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার দুলাল নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিজ দোকানে খুন হয়েছেন।
বুধবার দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন শহরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল এক ছেলে ও এক মেয়ের জনক।
পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন রাতে আফ্রিকার কুইন্সটাউন শহরে দুলালের দোকানে ঢুকে ২-৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী মালামাল লুট করতে থাকে। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
আহত দুলালের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্বজনরা জানায়, ২০০৮ সালের ডিসেম্বর মাসে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমান উপজেলার মাতুভূঞা ইউনিয়নের হীরাপুর গ্রামের মজিব মুন্সি বাড়ির মালেক সর্দারের ছেলে দুলাল। প্রথমে অন্যের দোকানে চাকরি করলেও পরে তিনি নিজেই ব্যবসা শুরু করেন কুইন্সটাউন শহর এলাকায়।
দুলালের বাবা মালেক সর্দার বলেন, ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। দুলালের স্ত্রী ও দুই সন্তান কী নিয়ে বাঁচবে- এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদার বলেন, অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
দক্ষিণ আফ্রিকা এখন বাংলাদেশিদের জন্য আতঙ্কের দেশে পরিণত হয়েছে। বছরে গড়ে ১৩০ জন বাংলাদেশি খুন হন দেশটিতে। এদের মধ্যে বেশিরভাগই স্থানীয় আফ্রিকানদের হাতে খুন হন।
Discussion about this post