মুহাম্মদ মোরশেদ আলম : চট্টগ্রামের রাউজান থানার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল হযরত এয়াছিন শাহ (রঃ) পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাক্তন ছাত্র পরিষদ ব্যাচ ৯৯ আমিরাত শাখার উদ্যোগে বার দুবাই লেকে বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনের আহবায়ক মুহাম্মদ জুয়েল বলেন দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের পেয়ে আমি সত্যিই আনন্দিত হয়েছি এবং এতো বেশি ইমোশনাল হয়েছি যা ভাষাই প্রকাশ করতে পারবোনা, মনে হচ্ছে সেই ৯৯ সালের আগের স্কুল জীবনে ফিরে গিয়েছি। পাশাপাশি সবাই মিলন মেলায় অংশ গ্রহণ করাই সবার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা আমিরাতে নতুন আগত রাউজান গ্রামার স্কুলের অন্যতম পরিচালক মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম (মিঠুকে) ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় আগামী মার্চ মাসে ৯৯ ব্যাচের পুনর্মিলনীতে স্কুলে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসার শাসনের স্মৃতিচারণ করেন প্রাক্তন এসব ছাত্ররা। পরে তিন ঘণ্টা ব্যাপী অত্যাধুনিক ক্রজ বা ডিজিটাল নৌকা ভ্রমণ করেন এবং সেখানে আপ্যায়ন সম্পন্ন করেন। এরপর ছোটো ছোটো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ করেন সারাদিন ব্যাপী আনন্দঘন এই অনুষ্ঠানের।
বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ জাহেদ, আহসান হাবীব মুন্না, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আলমগির, মুহাম্মদ কবির, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মিঠু, মুহাম্মদ মুনছুর সহ আমিরাতের সাতটি প্রদেশ থেকেন আগত স্কুলের প্রাক্তন ছাত্ররা।
























