শংকর দাস নামে এক কাতার প্রবাসী ঢাকা বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন. গত ৩ ফেব্রুয়ারী সকালে কাতার থেকে রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইটে (ফ্লাইট নাম্বার- RX0754) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি, এয়ারপোর্ট হতে বাহির হওয়ার পর তার সাথে পরিবারের আর কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই, সম্ভাব্য সকল যায়গায় খোজাখুজি করার পরেও তার কোনো সন্ধান পাওয়া মিলেনি।
এমতাবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ৬ই ফেব্রুয়ারী একটি সাধারন ডায়েরি করা হয় (সাধারন ডায়েরি নং-২১৪/২০) যদি কোনো হৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পান তাহলে নিচের ঠিকানা/মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানানো হচ্ছে। সুসেন্দ্র দাস গ্রাম-উত্তর ভবানীপুর, ডাক ও উপজেলা-জুড়ী, জেলা-মৌলভীবাজার। মোবাইল 01794387492, 01720060817, 01722293373
Discussion about this post