ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসা হাইড্রোলিক টুল ভ্যানের ইঞ্জিন রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করতে ময়মনসিংহ লোকসেট থেকে উদ্ধারকারী ট্রেন হাইড্রোলিক টুল ভ্যান আসে দীর্ঘ চেষ্টার পর রাত ১১ টার দিকে দুর্ঘটনাকবলিত রেলটির বগি ঠিক করা হয় এসময় উদ্ধারকারী ট্রেন হাইড্রোলিক টুল ভ্যান ইঞ্জিন রেলস্টেশনে আরেকটি লাইনে লাইনচ্যুত হয়। তবে এজন্য কোন রুটে রেল যোগাযোগ বন্ধ হবেনা।
গৌরীপুর স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রেন গৌরীপুর স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিজয় এক্সপ্রেস, ভৈরব লোকালসহ অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
এদিকে উদ্ধার করতে আসা ট্রেন নিজেই লাইনচ্যুত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্য হাস্যরস তৈরি করে।
Discussion about this post