দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম সিগারেটগুলো জব্দ করে। একই সময় ওই যাত্রীর কাছ থেকে তিনটি মোবাইল সেট ও একটি আইপ্যাড জব্দ করা হয়।
জব্দ সিগারেটের আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৬২ হাজার টাকা। বিমানবন্দর কাস্টমস সূত্র জানা যায়, মো. কামাল উদ্দিন নামে ওই যাত্রী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে তাতে ১৩২ কার্টন ইজি লাইট ও ৪৯ কার্টন ডানহিল ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। তার ল্যাগেজে তিনটি মোবাইল ফোন ও আইপ্যাডও ছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Discussion about this post