ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরিকে ভিসা দেয়নি বাংলাদেশ কনস্যুলেট। বৃহস্পতিবার বিমানে বাংলাদেশ যাওয়ার কথা ছিল জামিয়াত উলেমা হিন্দের নেতা সিদ্দিকুল্লা চৌধুরির। নিয়ম মেনে ভিসার আবেদন করলেও ভিসা দেয়নি বাংলাদেশ কনস্যুলেট। ভারতীয় পত্রিকায় সংবাদ প্রতিদিনের এক খবরে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেটের একটি মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সিদ্দিকুল্লা চৌধুরিকে। এছাড়াও কিছুদিন আগেই বাংলাদেশে তার এক আত্মীয়ের প্রয়াণ হয়েছে, এক নিকট আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সিদ্দিকুল্লা চৌধুরির। সে কারণেই ভিসার আবেদন জানান মন্ত্রী।
কিন্তু বুধবার মন্ত্রীর দপ্তরের আমলারা কলকাতার বাংলাদেশ কনস্যুলেটে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় যে, মন্ত্রীর ভিসা দিতে পারছেন না তারা। সেখান থেকে ফিরে পুনরায় বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হলে ফের একই কথা জানানো হয়। কিন্তু কী কারণে ভিসা বাতিল করা হল তা স্পষ্টভাবে জানানো হয়নি বলেই অভিযোগ মন্ত্রীর।
তবে বাংলাদেশ কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, মন্ত্রীকে আটকে দেওয়ার জন্য একাজ করা হয়নি। সিদ্দিকুল্লা চৌধুরি বুধবার ভিসার আবেদন করে হাতে হাতে সব কিছু চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয়। সিদ্দিকুল্লা চৌধুরি মন্ত্রী হিসেবে সরকারি পাসপোর্ট বানাননি। ফলে তাকে সাধারণ নাগরিকদের মতোই ভিসা আবেদন করতে হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে তা অনুমোদন হয়ে আসতে দু থেকে তিনদিন সময় লাগে। এই কারণেই ভিসা দেওয়া যায়নি।
Discussion about this post