তুরস্কে একটি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মুগনিউল হাসান। তিনি তুরস্কের আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি বিষয়ে অধ্যয়নরত।
আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কিরাত প্রতিযোগিতায় প্রায় ত্রিশটি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়। গতকাল শনিবার গ্র্যান্ড ফিনালে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তার মধ্যে প্রথম স্থান অর্জন করেন মুগনিউল হাসান।
Discussion about this post