কাজী ইসমাইল আলম: সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস উদযাপন করতে বসবাসরত সব দেশের নাগরিকদের নিয়ে বৈচিত্রময় আয়োজনের একটি বিশেষ ফ্লাইট উড়িয়ে বিশ্ব রেকর্ড করেছেন যা স্থান করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
এক ফ্লাইটে সর্বোচ্চ দেশের দেশের নাগরিকের একসাথে ওড়ার নতুন বিশ্ব রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পরিচালক তালার উমার । তিনি বলেন, ১৪৫ দেশের ৫৪১ যাত্রী নিয়ে ফ্লাইটটি আকাশে উড়ে নতুন রেকর্ড গড়েছে।
মোট ৫৪১ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি দুবাই বিমানবন্দর থেকে দুপুর ১২ টার কিছু পর ছেড়ে গিয়ে দেশটির সাতটি আমিরাত (রাজ্য) ও পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে দুবাই বিমানবন্দরে ফিরে আসে।
উড়োজাহাজটি ৭ হাজার ফুটেরও কম দূরত্ব বজায় রেখে আকাশে তার পুরো উড়ান শেষ করে, যাতে যাত্রীরা আমিরাতের নৈসর্গীক সৌন্দর্য্য উপভোগ করতে পারেন।
Discussion about this post