দুর্নীতির দায়ে ইতালিতে শফিক মোহাম্মদ নামে এক প্রবাসী বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। ৬ নভেম্বর দুর্নীতি-অনিয়মের দায়ে ইতালির পুলিশ তাকে গ্রেফতার করে ১০ বছরের জেল দিয়েছে।
জানা যায়, শফিক ইতালিতে ‘গাজী এসআরএল’ ও ‘এসএনবি এসআরএল’ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি অবৈধভাবে দেশে টাকা পাচার, ইতালি সরকারকে আয়কর ফাঁকি ও নিজের শ্রমিকদের ঠিকমতো বেতন পরিশোধ না করার অপরাধে তিনি গ্রেফতার হন। এ সময় শফিকের নগদ ২ লক্ষ ইউরো , ২টি ফ্ল্যাট ও গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি তার সকল ব্যাংক এ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়।
শফিক তার প্রতিষ্ঠানের কর্মীদের ঠিকমতো বেতন দিতেন না। এর প্রেক্ষিতে তার শ্রমিক গাজীপুরের আমিনুল ইতালি পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর তাকে গ্রেফতার করা হয়। তারপর পুলিশ শ্রমিকদের ডিউটি টাইমের খাতা চেক করে সেখানেও সমস্যা খুঁজে পান। অপরদিকে অবৈধভাবে ইনকাম করে এই টাকা দেশে পাচার করছে শফিক।
এ সব বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ায় তাকে ১০ বছরের জেল দেয় ইতালির আদালত।
Discussion about this post