আসসালামু আলাইকুম ..
আশাকরি সবাই ভালো আছেন।
আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, আমিন।
অনেকের অনেক প্রশ্ন থাকে আমাকে নিয়ে আবার অনেকে গালিও দেন আমাকে,
কিন্তু আমি কখনো কিছু বলিনি, কারণ অমানুষ কখনো মানুষ হয় না !
আবার অনেকে বলেন আমি অহংকারী মেয়ে, কারো মেসেজের বা কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না! কারণ :
১) প্রায় ১৭ ঘন্টা আমার ডিউটি।
২) বিরতি থাকে তবে সেটা নামাজের জন্য
৩)কিছুটা সময় বের করতে হয় আমার আম্মুর সাথে কথা বলার জন্য,
৪)আমি পরিবার ছাড়া কারো সাথে কথা বলা পছন্দ করি না,
৫) আমার প্রত্যেক টা পোস্ট পরিবারের জন্য পরিবারের অনেকে এড আছেন আমার আইডিতে,
৬)বেশির ভাগ পোস্ট আমি রাতেই করি, ডিউটি শেষে।
সবশেষে বলতে চাই, গালি বা অপমানজনক কথা বলার আগে একবার ভেবে দেখুন যে কাকে গালি দিচ্ছেন! আমার কথায় যদি কারো কষ্ট লাগে তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন,
যদি প্রবাসী হন! তাহলে আমার কথা গুলো বুঝতে পারবেন!
প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ বুঝেন।
Discussion about this post