দুবাইয়ে বাংলাদেশী রকমারী খাবারের সম্ভার নিয়ে যাত্রা শুরু করেছে রেষ্টুরেন্ট গ্রীণ দরবার । বৃহস্পতিবার রাতে দুবাই’র আল মতিনা’য় এই রেষ্টুরেন্টের শুভ উদ্ভোধন হয়।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ রেষ্টুরেন্ট উদ্ভোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন পাঠোয়ারী ও মোহাম্মদ আলমগীর হোসেন রাসেল। উদ্ভোধনের পূর্বে দোয়াও মোনাজাতে রেষ্টুরেন্টের অগ্রযাত্রা কামনা করা হয়।
এ রেষ্টুরেন্টে সকল প্রকার খাবারের পাশাপাশি বাংলাদেশী নানা রকম ভর্তা, মিষ্টান্ন, বারবিকিউ, জুস আইটেম, তেহেরী, শাহী বিরিয়ানী, পোলাও, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেঝবান মাংস পাওয়া যাবে।
তাছাড়া বিয়ে জন্মদিন, সঙ্গিতানুষ্ঠান সহ পার্টি প্রোগাম করার জন্য ২০০ জনের একটি হল রুম রয়েছে। ২৪ ঘন্টা খোলা থাকবে এ রেষ্টুরেন্টে । অভিজ্ঞ বাবুর্চি দ্বারা পরিচালিত এ রেষ্টুরেন্ট পরিচালনার জন্য সকল বাংলাদেশী ভাইদের সহযোগীতা কামনা করেন প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ জসিম উদ্দিন পাঠোয়ারী ও মোহাম্মদ আলমগীর হোসেন রাসেল।
উদ্ভোধন কালে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর প্রেসিডেন্ট শিবলী আল সাদিক, কমিউনিটি নেতা ওবায়দুল্লাহ হারুন প্রমূখ। অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন শিল্পী বঙ্গ শিমুল। এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ এশিয়া অঞ্চলের অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post