আরব আমিরাতের শারজায় ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশির প্রাণহানি ঘটেছে। শারজা ইন্ড্রাস্টিয়াল এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয় বলে জানিয়েছে শারজাহ পুলিশ।
খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মরদেহে অসংখ্য একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তা দেখার পর এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে শারজাহ পুলিশ।
পুলিশের বরাত দিয়ে গাল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার শারজার ১০ নম্বর ইন্ড্রাস্টিয়াল এলাকায় আহত এক ব্যক্তিতে মাটিতে পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয় ভর্তি করে তারা। তাবে নিহতের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে উদ্ধার হওয়া আহত ব্যক্তির মরদেহ এখন হাসপাতালে রয়েছে। তার বয়স ৩৫ বছর। শারজার ১০ নম্বর ইন্ড্রাস্টিয়াল এলাকায় অবস্থিত একটি সুইমিং পুলে রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
আল কাশেমি হাসপাতালের মর্গে থাকা লশাটির আঙ্গুলের ছাপ ব্যবহার করে তার পরিচয় সনাক্ত করা হয়। পরবর্তীতে ময়না তদন্তের জন্য লাশটি একটি ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। ঘটনার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশের শিল্পাঞ্চল শাখা।
Discussion about this post