আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশী পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ২য় নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৫ অক্টোবর) সাংগঠনিক পদ্ধতিতে গঠিত নির্বাচন কমিশনে পূর্ব ঘোষিত মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল । নির্বাচন কমিশনের সহযোগী প্রতিনিধি সৈয়দ খোরশেদ আহমদ এবং এস,এম মোদাচ্ছের শাহ এর কাছে নির্ধারিত ৬টি পদের জন্য গতকাল মনোনয়ন পত্র জমা দেন ১১ জন প্রার্থী।
সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন, এস এ টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক ও যমুনা টিভির আমিরাত প্রতিনিধি মুহাম্মদ রফিক উল্লাহ। সিনিয়র সহ-সভাপতি পদে বাংলা টিভির আমিরাত প্রতিনিধি ফয়সাল সিদ্দিকী ববি ও এনটিভির আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ।
সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন চ্যানেল এর আমিরাত প্রতিনিধি মুহাম্মদ মোরশেদ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন নিউজ ২৪ ও সমকাল এর আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি ও সি-প্লাসের আমিরাত প্রতিনিধি সনজিত কুমার শীল। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন প্রবাস মেলা’র আরব আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক ও আওয়াজ বিডির উপ-সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন।
অর্থ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন নতুন ফেনী আমিরাত প্রতিনিধি মুহাম্মাদ ইছমাইল ও আজকের পত্রিকার আমিরাত প্রতিনিধি জিউয়াউল হক জুমন।
সংগঠনের বর্তমান সভাপতি শিবলী আল সাদিক মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেন নি। এছাড়া বাংলা ধারার আমিরাত প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল ও ৭১বাংলা টেলিভিশনের আমিরাত প্রতিনিধি সারোয়ার উদ্দিন রণি ভিন্ন-ভিন্ন পদের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তা জমা দেন নি।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন দুপর দেড়টা থেকে শারজার স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
Discussion about this post