আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলির সাথে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। বুধবার (১৬ অক্টোবর) দুবাইয়ে স্থানীয় সময় বেলা ১টায় আবুধাবি ডায়ালগ মিটিংয়ের একপর্যায়ে দুই মন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রম বাজার সুসংহত করণ ও সম্প্রসারণের বিষয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্য পূর্ণ আলোচনা করেন। এছাড়াও তারা সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশের কর্মীদের স্বার্থ, নিরাপত্তা ও বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেছেন।
এসময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, উপপ্রধান শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান।
এর আগে মন্ত্রী সকাল দশটায় রাস আল খাইমার ইকোনমিক জোনের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাকর আম কাসিমীর এক বৈঠকে মিলিত হন।
Discussion about this post