প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন। গতকাল (১৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি শারজাহ শাখার আজীবন সদস্যদের সাথে মত বিনিময় সভায় তিনি এ আহবান জানান।
এ সময় তিনি আরো বলেন প্রবাসিদের সুবিধার জন্য সরকার প্রবাসীদের প্রবাসী বীমার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে। প্রবাস বান্ধব বান্ধব সরকার প্রবাসিদের কল্যাণে ভিবিন্ন পদক্ষেপ নিয়েছে। সমিতির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল বাশার। সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কন্স্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান, শারজাহ শ্রম মান-উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি সালেম ইউসুফ আল কাসির, বাংলাদেশ সিআইপি এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির ও প্রকৌশলী আবু জাফর চৌধুরী।
Discussion about this post