সংযুক্ত আরব আমিরাতে কর্মরত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা প্রবাসীদের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘টেকনাফ সমিতি-ইউএই’র উপদেষ্টা সদস্য মরহুম মুহাম্মদ হোছাইনের স্মরণে শোক সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত জুমাবার শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সভাপতি ড, মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ জাহানের উপস্থাপনায় মরহুমের রুহের মাগফেরাত করে দো’য়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফেজ নুরুল হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত দো’য়া মাহফিলে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সহ সভাপতি আলী হোছাইন, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাশেদ উল্লাহ, নির্বাহী সদস্য আব্দুর রহিম, উপদেষ্টা সদস্য নুরুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, সদস্য মাওঃ নবী হোছাইন, খালেদ নাসের, হাফেজ কামাল হোছাইন, মাওঃ মোঃ লোকমান, মুহাম্মাদ তৈয়ব, আব্দুল্লাহ শাকের, তাহের কবির, মুহাম্মদ হোছাইন, ইউনুছ ছৈয়দ আকবর,হোছন আহমদ ও আব্দুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর মরহুম মুহাম্মদ হোছাইন দীর্ঘ ৩৬ বছরের প্রবাস জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেশে ফেরার এক মাসের মধ্যে গত ৩০ সেপ্টেম্বর হৃদ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিএসসিআর মেডিকেলের মহান রবের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Discussion about this post