দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউটিউবার ও ব্লগার জে কিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত সপ্তাহে ধর্মান্তরিত হওয়ার পর তিনি তার নাম পরিবর্তন করে রেখেছেন দাউদ কিম।
তিনি বলেন, ইসলাম ধর্মের প্রতি যখন থেকে আমি আগ্রহী হলাম, তখন থেকে আমার জীবনের অনেক কিছুই বদলাতে শুরু করল। আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই, তবুও একটু একটু করে ভালো মুসলিম হয়ে উঠব। যদিও আমি আগে অনেক পাপ করেছি, এখন তওবা করে শুদ্ধ হতে চাই।
ইসলাম গ্রহণের পর জে কিম আরও লিখেন, যদিও আমি জন্মগত মুসলিম নই। কিন্তু আমার বিশ্বাস—আল্লাহ সব সময় আমার সঙ্গেই আছেন। সঠিক পথ দেখানোর জন্য আল্লাহকে ধন্যবাদ।
ধর্ম গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করে ইউটিউবে একটি ভিডিও ছেড়েছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়, একজন ধর্মীয় বিজ্ঞ ব্যক্তি ঈমানের প্রাথমিক বিষয়গুলো তাকে শেখাচ্ছেন। সেটি মগ্ন হয়ে শুনছেন জে কিম।
Discussion about this post