বিশ্বের বিভিন্ন দেশের মত বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। দিনে দিন বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। গত ১০ দিনে মৃত হয়েছে ৮ জন প্রবাসীর। এদের মধ্যে ৭ জন মারা গেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে।
নিহতদের মধ্যে ময়মনসিংহের আনোয়ার, চাঁদপুরের জামাল, সিলেটের মৌলভী বাজারের বড়লেখার মুরশিদুর রহমান, ঢাকার কাফরুল থানার হবিবুর রহমান সহ অন্যান্যরা। এদের মধ্যে হবিবুর রহমান বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী ও বঙ্গবন্ধু পরিষদের মানামা মহানগর শাখার উপদেষ্টা ও লিন্নাস গ্রুপের পরিচালক ছিলেন।
দীর্ঘ ১৫ বছর যাবৎ স্বপরিবারে বসবাস করতেন বাহরাইনে। নিহতদের মরদেহ দেশে প্রেরণে আইনী প্রক্রিয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতা (গোসল, কাপন, জানাজা) দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দারের সহযোগীতায় সম্পন্ন করে বাহরাইনস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটি।
Discussion about this post