ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে ডা. কিশোর কুমারের ভুল অপারেশনে রোগীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। রোগীর নাম সিরাজুল ইসলাম হোনামিয়া। তার বাড়ী দাগনভূঞা উপজেলার বেকেরবাজারে। ডাঃ কিশোর কুমার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
ঘটনা নিয়ে রোগীর ভাই তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন।ফেনী সমাচার পাঠকদের জন্য তা নিন্মে দেয়া হলো-“ভুল চিকিৎসার ! কারণে আর কত প্রাণ গেলে.প্রশাসনের দৃষ্টি হবে!
আমার বড় ভাই , সিরাজুল ইসলাম গত ০৭-০৯-২০১৯ বিকেলে গলায় টনসিল’র অপরেশন করতে ফেনী জেড ইউ মডেল হাসপাতাল ডাক্তার কিশোর কুমার হাওলাদার এর ইনচার্জে.বিকেল ৩ টায় হাসপাতালে ভর্তি করানো হয়. রাত ১১টায় আমার বড় ভাইয়ের গলায় টনসিল অপরেশন এর জন্য.অপরেশন থিয়েটার এ নিয়ে যাওয়া হয়. ৩ ঘণ্টা পরেও আমরা অপরেশন থিয়েটার থেকে কোন খবর না পেয়ে, হাসপাতাল কাউন্টারে যোগাযোগের চেষ্টা করি , কিছুক্ষণ পরে অপরেশন থিয়েটার থেকে ডাক্তার এসে বলে আপনাদের রুগির অবস্থা ভালো না। আমাদের কে বলে আপনারা আল্লাহ কে ডাকেন, তারপর বলে আপনারা রুগীকে অন্য কোথায় নিয়ে যান তখন আনুমানিক রাত ৩.৩০ আমাদের কে ছাপ সৃষ্টি করে বললো আপনারা রুগী কে ICU তে নিয়া যান, ফেনীতে কি ICU আছে ! ডাক্তার ও হাসপাতাল কতৃপক্ষর সাথে অনেক কথা কাটাকাটি’র পর ডাক্তার কিশোর কুমার হাওলাদার চলে যান, একজন ডিউটি ডাক্তার এসে আমাকে বলে ২টা ইনজেকশন নিয়ে আসেন আমি তারা তারি করে ইনজেকশন নিয়ে আসি।
ইনজেকশন দেয়ার কিছুক্ষন পরে ডাক্তার এসে বলে আপনারদের রুগী মারা গেছে । খবর যখন আমাদের এলাকার দিকে ছড়িয়ে পড়ে, দাগনভূঞা থানা মাতভূঞা ইউনিয়ন’র বর্তমান চেয়ারম্যান মামুন হাসপাতালে আসেন, চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতিতে হাসপাতাল কতৃপক্ষরের সাথে অনেক কথা বার্তা অনেক চাপের পরে বললো ভুল অপরেশন হয়েছে।
টনসিল এর অপরেশন’র সময় ভুলক্রমে আমার ভাইয়ের শ্বাসনালী কেটে ফেলা হয়. সে জন্য উনি মারা গেছেন, এই ভুলের দায়ভার কে নিবে ! আর কত প্রাণ গেলে ডাক্তার নামের কসাই গুলা শান্তি পাবে! প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি , এমপি মহোদয় ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ফেনীতে এ ধরনের অনেক প্রাইভেট ক্লিনিক আছে অনেক ভুয়া ডাক্তারও আছে. প্রশাসন এই দিকে যদি একটু ভালো ভাবে নজরদারি করেন তাহলে. অনেক নিরীহ মানুষ বেচে যাবে.আমি চাই না আমার মত আর কেউ ভাই হারা হোক”।
Discussion about this post