প্রবাসে আজ সাপ্তাহিক ছুটির দিন।
কান্নার সময় পেলাম।
বোবাকান্না।
আমাদের দিঘির ঐ পানকৌড়ির জন্য।
বাসার চড়ুই পাখির জন্য।
আমার মা দিলবাহারের জন্য।
আমার বেবি জান্নাতির জন্য ।
হতবাগা বাংলাদেশের জন্য!
বিধাতা ছাড়া এই প্রবাসীর!
বোবাকান্না কেউ দেখেনা।
যেন অন্ধের হাটে আয়না বিক্রি করতে
আট লাখ টাকা খরচ করে সবুজ মাতৃভূমি ছেড়েছি।
মায়ের আদর বোনের সোহাগ ছেড়েছি।
এই বিলাপ অনুষ্ঠানে লাখো প্রবাসী যোগ দিয়েছে।
চর্ম চোখে এই বিলাপ অনুষ্ঠান দেখা যায় না।
হে বিধাতা! আমাদের শাসকদের মানুষ বানিয়ে দাও!
রেজাউল হক, সৌদি আরব
Discussion about this post