ইশতিয়াক আসিফ : এই প্রথম শুধুমাত্র বাংলাদেশীদের নিয়ে বিশাল আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের শারজা মদিনা স্টেডিয়ামের আমিরাতের ৭ টি প্রদেশ থেকে আসা বাংলাদেশীদের নিয়ে ৪০ টি টিমের ( ৮০ জন খেলোয়াড় কে নিয়ে) এই জমঝমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন করে বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপ ইউ এ ই।
প্রত্যেকটি টিমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল থেকে দুবাইয়ের মুশফিক-সুমন চতুর্থ স্থান, আল আইনের রাসেল-হামিদ দ্বিতীয় স্থান, রাস আল খাইমার ইসমাইল-ইয়াসিন রানারআপ এবং আবুধাবির মামুন -আজম টিম চ্যাম্পিয়ান হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আল রিয়াদা রিয়েল স্টেট এর সত্বাধীকারি রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন সভাপতি হাজী সেলিম , সংগঠনের সহ সভাপতি মোঃ জাহেদ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির সদস্য মনসুর সবুর, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সিনি সহ-সভাপতি একরামুল হক চৌধুরী,সিনি সহ সভাপতি হুমায়ুন কবির জোবায়ের,সাধারণ সম্পাদক মামুনর রশিদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
Discussion about this post