আব্দুল্লাহ আল শাহীন, দুবাইঃ দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর বর্তমানে বিশ্বের প্রধান ব্যাস্ততম বিমানবন্দর। বিগত কয়েক বছর থেকে এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৯ আগস্ট) রেকর্ড সংখ্যক যাত্রী আসা যাওয়া করেছে।
শুধুমাত্র আজ ২ লাখ ৮০ হাজার যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়া আসা করেছেন। এর আগে জানুয়ারি’র ৫ তারিখ একদিনে ২ লাখ ৯৯ হাজার যাত্রীর রেকর্ড গড়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদের মধ্যে একটা অংশ বিভিন্ন দেশ থেকে ট্রানজিট নিয়েছেন। আজ শুক্রবার দুবাই টার্মিনাল-৩ দিয়ে প্রায় ১ লাখ যাত্রী আসা যাওয়া করেছে।
যাত্রীদের যাতে কোন প্রকার অসুবিধা না হয় সেজন্য বিমানবন্দর ও এমিরেট্স এয়ারলাইনস গ্রুপের ৪৫ হাজার সদস্যের টিম কাজ করছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আজ মিডিয়া মাধ্যম যাত্রীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় বিমানবন্দর যাওয়ার রাস্তায় ট্রাফিক থাকতে পারে এবং বিমানবন্দরে ভেতরে যথেষ্ট কর্মব্যস্ততা রয়েছে তাই যাত্রীদেরকে ৩ ঘন্টা আগে বিমানবন্দর প্রবেশের অনুরোধ করেছে।
Discussion about this post